ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনকে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম না উল্লেখ করেই ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলেও মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার ইন্ডিয়াসহ বহু সংবাদমাধ্যম।

২৬ ডিসেম্বর এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, তরুণ একজন সেনা সদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আর আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ ই-মেইল ব্যালটে অনিয়ম হয়েছে। তৃতীয় বিশ্বের দেশে এমন নির্বাচন হয়। ভুয়া প্রেসিডেন্ট!

প্রসঙ্গত, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার এবং ইলেক্টরাল ভোটে জিতেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন তিনি। তবে নির্বাচনে কারচুপি হয়েছে বলে এখনও ফল মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন