ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা

চলতি বছর ভারতের রাজধানী দিল্লিতে মোট ৫১ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পগুলোতে বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা এক বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।

আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের প্রধান পিকে খান জানান, এই ভূমিকম্পগুলো বড় ধ্বংসের লক্ষণ। এর ফলে একটি বড় ভূমিকম্প হতে পারে। গত বছর দিল্লি এনসিআর-এ ৪ থেকে ৪.৯ মাত্রার ভূমিকম্পগুলো হয়েছে। এখানে স্ট্রেন এনার্জি বৃদ্ধি পাচ্ছে। ৪ থেকে ৪.৯ মাপের ৬৪টি ভূমিকম্প হয়েছে। আর ৫-এর ঊর্ধ্বে কম্পন হয়েছে ৮ বার।

এ ব্যাপারে ইন্সটিটিউট অব হিমালয়ান জিওলজি, দেরাদুন-এর নির্দেশক ডক্টর কে সেন জানান, ইন্ডিয়ান অ্যাটলাসের আন্তরিক বিভাগে দিল্লি-এনসি আর রয়েছে ভূমিকম্পের লম্বা ইতিহাস। তবে এর তীব্রতা কতটা তা অনুমান করা যাচ্ছে না। তবুও এই ঝাটকা বড় ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে।

দিল্লিতে এই অবস্থার তিনটি কারণ হতে পারে। ১.এই ঘটনা হবে কিন্তু বড় কোনও ক্ষতি হবে না। ২. এই ছোট ছোট ঝটকাগুলোর শেষে বড় ভূমিকম্প আসবে। কিন্তু সাধারণত পাঁচ থেকে সাতটি ঝাটকার পর এটা বয়ে যায়। ৩. দিল্লির এই ছোট ঝাটকাগুলো অন্য কোনও জায়গার জন্য হতে পারে বড় ক্ষয়ক্ষতির ইঙ্গিত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন