ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোবিপ্রবির শিক্ষক-কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ প্রদানে চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির শিক্ষক-কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ প্রদানে চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে নোবিপ্রবির অগ্রণী ব্যাংক শাখা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে সরকারি গৃহ ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সচিবালয়ে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, হিসাব পরিচালক মোঃ সাইদুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও হিসাব পরিচালক মোঃ সাইদুর রহমান।

চুক্তির আওতায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গৃহ নির্মাণে সর্বনিম্ন ২০ লাখ থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

আনন্দবাজার/শাহী/সুমন

সংবাদটি শেয়ার করুন