ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আঁচিল দূর করার ঘরোয়া উপায়

আঁচিল দূর করার ঘরোয়া উপায়

মুখে আঁচিল হলে মুখের সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যায়। আর এটা নিয়ে অনেকেই ব্যাপক চিন্তায় পরে যান, যে কিভাবে এটা দূর করবেন।

তবে কিছু ঘরয়া উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেই আঁচিল সমস্যা সমাধানের ঘরয়া উপায়-

বেকিং পাউডার: ক্যাস্টর অয়েল ও বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করে, মিশ্রণটা আঁচিলের ওপর ভালো করে লাগিয়ে বেঁধে রাখুন স্থানটায়। সারারাত এভাবে রাখুন। ২/৩ দিন পর থেকেই ফল পেতে শুরু করবেন। ক্রমশ আঁচিল দূর হয়ে যাবে।

রসুন: ত্বকের যত্নে রসুন খুবই কার্যকরী। রসুনে রয়েছে অ্যালিসিন। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল। রসুন বেটে আঁচিলের স্থানে লাগালে উপকার পাবেন।

অ্যালভেরা: একটা অ্যালভেরা পাতা কেটে জেলিটা আঁচিলের স্থানে লাগিয়ে দিন। কয়েক দিন করলেই আঁচিল শুকিয়ে যাবে। নিজে থেকে ঝরেও যাবে। অ্যালোভেরার মধ্যে উপস্থিত ম্যালিক অ্যাসিড এই কাজটি করতে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে

কলার খোসা: কলা খেয়ে খোসাটা না ফেলে প্রতিদিন কলার খোসা আঁচিলের ওপর ঘষলে ভালো ফল পাবেন।

অ্যাপল সাইডার ভিনেগার: ভিনেগারে ভেজানো তুলো আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। ৫ দিন নিয়ম করে এটি করুন। অ্যাপল সাইডার ভিনেগারে প্রচুর অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন