ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজকোটে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। গুজরাট রাজ্যের রাজকোটের সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল।

প্রথম ম্যাচের ফুরফুরে মেজাজ নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করতে চায় টাইগাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, টি-টোয়েন্টি তে আমার মনে হয়, আপনি যদি উইকেট বুঝতে পেরে সে অনুযায়ী বোলিংয়ের লেন্থ ঠিক করতে পারেন এবং ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে আপনার জেতার অনেক সুযোগ থাকবে।

তিনি আরো বলেন, দিল্লিতে হারের পর প্রতিপক্ষ কতটা তেতে আছে তা সহজেই অনুমান করা যায়। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে সিরিজটা জিততে পারবো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন