ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-চীনের অপ্রতিরোধ্য বিমান মহড়া

জাপান সাগর ও পূর্ব চীন সাগরে যৌথ বিমান মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। রাশিয়ার দুটি টি.ইউ- নাইন্টি ফাইভ এম.এস এবং চীনের চারটি এইচ-সিক্স.কে কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং চীনের পিপলস লিবারেশন আর্মির বিমানবাহিনী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে।
দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে। তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে এ মহড়া চালানো হয়নি।

রাশিয়া ও চীনের সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে বলে সিউল প্রতিবাদ জানানোর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিবৃতি দিল।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন