অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১৬ জেলেসহ ১টি ভারতীয় কাঠের ট্রলার আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, গত ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী মাছ ধরার ট্রলার এফবি মঙ্গল চন্ডী-৭’কে বাংলাদেশ-ভারত জলসীমার ১০ দশমিক ২ নটিকাল মাইল ভেতরে মাছ ধরতে দেখে।
পরবর্তীতে ওই ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে সেটিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে কোনো রকম আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পরবর্তীতে আটককৃত ট্রলার ও ১৬ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। ট্রলারে আটককৃত মাছ মোংলা মৎস্য কর্মকর্তার নিকট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
আনন্দবাজা/শহক