ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় শীতের তীব্রতায় বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

নেত্রকোনায় শীতের তীব্রতায় বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

গেল কয়েকদিন ধরে এই রোগে আক্রান্তদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গড়ে প্রায় প্রতিদিন ২০/২৫ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। তবে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

এদিকে, হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত কারণে রোগী আসলেও ডায়রিয়ার রোগীই ভর্তি হচ্ছে বেশি। অধিকাংশ রোগীকেই একদিন রেখে ছেড়ে দেওয়া হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার বলেন, ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। আর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এক/দুই মাস থেকে শুরু করে ২ বছর বয়সী পর্যন্ত শিশুরা। প্রতিদিন ১৫/২০ জন রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক এক দুজন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, ঠান্ডাজনিত কারণে আউটডোরে প্রচুর রোগী আসছেন। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। তবে হাসপাতালে যথেষ্ট ওষুধ এবং চিকিৎসকের সংকট না থাকায় সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন