ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে ভারত-বাংলাদেশ (পিলার নং-১১২৪-৫-এস) নো-ম্যানস ল্যান্ড অংশে এ ঘটনাটি ঘটেছে। নিহত মোঃ খায়রুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

জানা গেছে, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষাকারী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ এর টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। ঘটনাস্থল থেকে তার সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্বার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশী সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক। তিনি বলেন, আমাদের কমান্ডিং অফিসার ঘটনাস্থলে আসছেন। লাশ কোথায় আছে এখনও আমরা তা জানিনা। উনি আসলে বিস্তারিত বলতে পারবো।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, আমরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি। নিহতের আত্মীয় স্বজন বলছেন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। তবে আমরা বিস্তারিত জানি না কার গুলিতে আসলে নিহত হয়েছে। আমরা বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারবো।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন