ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ওয়াশ উদ্যোক্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

মোল্লাহাটে ওয়াস উদ্যোক্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ওয়াশ উদ্যোক্তাদের দু’দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী প্রতিষ্ঠান রূপান্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর মাধ্যমে গঠিত কোস্টাল কসোর্টিয়ামের “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প” (ক্রেইন) এর আওতায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ আব্দুল আউয়াল, এমও ডাঃ সুব্রত কুমার দাস, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর প্রোগ্রাম ব্যাবস্থাপক একরামুল হক, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রাম কর্মকর্তা র‌্যাভিন চাকমা, নিউট্রিশন সমন্বয়কারী হোসনেয়ারা বেগম, জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২০জন পুষ্টি উদ্যোক্তা এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন