ভূমিদস্যু চক্রের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে সরাইলে উপজেলার শাহবাজপুর গ্রামের জিয়াউল আমিনের ছেলে ইকরামুল আমিন জানান, আমার পিতা ১৯৬৮ সালে সাফ কাবলা দলিল মূলে শাহবাজপুর পাল পাড়ার দিলীপ কুমার নাগের পিতা মৃত রবিন্দ্র মোহন নাগের স্বাক্ষ্যর মাধ্যমে ৩৪ শতাংশ ভূমি ক্রয় করেন। পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এ ভূমির প্রতি প্রভাবশালী ভুমি দস্যু চক্রের লোলপ দৃষ্টি পড়ে। তারা কিছু জাল কাগজপত্র তৈলী করে উক্ত ভূমি অজ্ঞাত ব্যাক্তির কাছ থেকে ক্ষমতাপত্র অর্পনের মাধ্যমে ক্রয় করার মিথ্যা প্রচারণা চালায়।
সম্প্রতি রাতের আধারে ৭০ বছর তাদের ভোগদখল থাকা ভুমিতে জোড়পূবক দুটি টিনের ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সরাইল থানায় একটি মিথ্যা মামলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন।
এছাড়া হিন্দু সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ এনে সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির মাধ্যমে তার জীবন বিপন্ন করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।
আনন্দবাজার/শাহী/নয়ন