করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পর পরই করোনাবাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার সুস্থ হয়ে ওঠায় কেটে গেল ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা।
আজ রবিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
বর্তমানে জামাল ভূঁইয়া কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ব্যক্তিগত কাজে সেখানে থেকে গিয়েছিলেন জামাল। এর পরই তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন।
এদিকে জামাল করোনায় আক্রান্ত হওয়ায় তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল কলকাতা মোহামেডান। এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা জোরদার হলো।
আনন্দবাজার/ডব্লিউ এস