মহামারী নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার মানুষের। এবং নতুন করে ওইদিন করোনায় সংক্রমিত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১৭ লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জন। এবং করোনায় শনাক্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৪৫ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ হাজার ৬৫৯ জন। এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬১৩ জনের।
তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।
এ তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন। এবং মারা গেছেন ৭ হাজার ২৪২ জন।
আনন্দবাজার/টি এস পি