ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবির এডুমেইল: সনাতন পদ্ধতিতে হবে তথ্য যাচাই

কুবির এডুমেইল: সনাতন পদ্ধতিতে হবে তথ্য যাচাই

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে তথ্য যাচাই করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসএমএসের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ই-মেইল বা এডুমেইল দিলেও কুবি শিক্ষার্থীদের বিভাগের মাধ্যমে আবেদন করে নিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন(ভারপ্রাপ্ত) বলেন, ‘আগামী রোববার(২০ ডিসেম্বর) সকল বিভাগে এ নিয়ে চিঠি চলে যাবে। এছাড়া ওয়েবসাইটে ফর্ম দেয়া হবে। সে ফর্ম পূরণ করে শিক্ষার্থীরা প্রিন্ট করে বিভাগে জমা দিবে। বিভাগ সে ফর্ম ডিন অফিসের মাধ্যমে আইটি সেলে জমা দিবে। তারপর সেখান থেকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়া হবে।’

করোনার কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে সনাতন পদ্ধতিতে এডুমেইল গ্রহীতার তথ্য যাচাই কতটা যৌক্তিক জানতে চাইলে কুবি আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো: মাসুদুল হাসান বলেন, লোকবলের ব্যাপারটা দেখতে হবে। আমরা চার থেকে পাঁচজন কাজ করছি এখানে। তাই অনলাইন পদ্ধতিতে যাওয়া যাচ্ছে না।

এছাড়া, এই ই-মেইলের মাধ্যমে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই ভেরিফাই করার ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে এডুমেইলের সুফল পৌঁছাতে দীর্ঘ সময় ব্যয় হবে কিনা এ প্রসঙ্গে কুবি রেজিস্ট্রার বলেন, ‘ডাউনলোড করতে তো বেশি সময় লাগবে না। আর সরাসরি জমা না দিলে কীভাবে ই-মেইল দিবো? আগে ভেরিফাই করতে হবে যে ই-মেইল নিতে এসেছে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা। এটা তো দুই-তিন দিনের ব্যাপার। কোন ক্ষেত্রে সপ্তাহখানেক লাগতে পারে। এটা তো দীর্ঘমেয়াদী প্রসেস না!’

আনন্দবাজার/শাহী/মাহমুদ

সংবাদটি শেয়ার করুন