ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বেইলি রোডের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
এ সময় ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড.কামাল হোসেন বলেন, ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।
এসময় গণফোরাম এক ও ঐক্যবদ্ধ আছে বলেও জানান ড. কামাল হোসেন। যদিও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ কয়েকজন শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টু জানান, তাদের মধ্যে কোন অনৈক্য নেই। আসছে জানুয়ারিতে দলের কাউন্সিল, কমিটি ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস