গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী পুর্বপাড়া এলাকা থেকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ৪০কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে কোনাবাড়ী থানা পুলিশ। কোনাবাড়ী পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে এসব মাছ উদ্ধার করা হয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু মাছ ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বলে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ৫৫ টি পিরানহা মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন এক মন।
এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাছ রেখে ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। উদ্ধারকৃত মাছগুলো জনসাধারণের সামনেই ধ্বংস করে দেয়া হয়।
আনন্দবাজার/শাহী/মিলন