ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার হামলার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র

মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’ রয়েছে। বৃহস্পতিবার এ আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

সিআইএসএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাকারদের ধৈর্য্য, নিরাপত্তা কৌশল ও বাণিজ্যের পটপরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন।

সন্দেহ করা হচ্ছে, এসব সাইবার হামলার সাথে রাশিয়া জড়িত থাকতে পারে। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন হিসেবে দাবি করেছে রাশিয়া।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন