যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। চার বছরের মধ্যে এ সেতু নির্মাণ করা হবে বলে জানান রেলপথমন্ত্রী নুরুল হক সুজন।
গতকাল মঙ্গলবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যমুনা নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল করায় তা হুমকির সম্মুখীন। পাশাপাশি সেতুতে একটি লেন থাকায় ট্রেন চলাচলেও রয়েছে দুর্ভোগ। তাই সবদিক বিবেচনা করে সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেতুর নির্মাণকাজ দুইভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে, অন্য ভাগ হবে পশ্চিম অংশে। ইতোমধ্যে রেল সেতু নির্মাণের টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতু নির্মাণ করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘সবাইকে রেল সেবার আওতায় আনার জন্য কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকার সঙ্গে যোগাযোগে দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ থেকে বগুড়ার সঙ্গে সরাসরি রেললাইন স্থাপন করা হবে।’
আনন্দবাজার/ইউএসএস