ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি এদিন মোট ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার বেক্সিমকো লিমিটেড মোট ১ কোটি ৪০ লাখ ৫২ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটি এদিন ২৭ লাখ ৩৯ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে আইএফআইসি ব্যাংক  ২ কোটি ৯ লাখ ৭৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে আছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৯৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : ন্যাশনাল পলিমার,ডমিনেজ স্টিল, এসএস স্টিল, জেএমআই সিরিঞ্জ, ওয়ালটন হাইটেক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন