জাপানের অর্থনীতিতে প্রায় ১২৫ দশমিক ৮ বিলিয়ন ইউএস ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে ফিল্ম এবং টেলিভিশন উৎপাদন ও বণ্টনকারী প্রতিষ্ঠানগুলো।
জাপান ও আন্তর্জাতিক মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (এমপিএ) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ছবি উৎপাদন এবং বণ্টন প্রতিষ্ঠানগুলো ৫ দশমিক ৬৭ বিলিয়ন ইউএস ডলার জাপানের অর্থনীতিতে প্রদান করেছিল।এবং টেলিভিশন উৎপাদন এবং বণ্টনকারী প্রতিষ্ঠানগুলো ১৫ দশমিক ৪ বিলিয়ন ইউএস ডলার সহায়তা করেছিল।
ছবি বণ্টন, প্রদর্শনী, সম্প্রচারসহ প্রতিষ্ঠানগুলোয় ৫২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান ছিল। টেলিভিশন সম্প্রচারের সঙ্গে প্রায় ৩১৫ হাজারের বেশি মানুষ যুক্ত ছিল। মোট কর আয়ের পরিমাণ ১২ দশমিক ৫৫ বিলিয়ন ইউএস ডলার।
এশিয়া প্যাসিফিকের এমপিএ স্থানীয় পর্যায়ের আইন পরামর্শদাতা মাইকেল শ্লেসিংগার বলেন, ‘কপিরাইট আইনে লঙ্ঘনের ফলে প্রতিভাবান ব্যক্তিদের পাশাপাশি জাপানের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তাই আজকাল সৃজনশীল কাজগুলো তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না। আমাদের উচিত এসব কাজের প্রতি যত্নশীল হওয়া। আইনের লঙ্ঘন কমানো এবং আইনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।
আনন্দবাজার/এম.কে