ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও চোখ রাঙাচ্ছে করোনা, দেশে দেশে লকডাউন

দ্বিতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে করোনা। এতে ফের বিপাকে পড়েছে বিশ্ব। আর মহামারি মোকাবেলায় আবারও লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশ। এরইমধ্যে নেদারল্যান্ডস ও জার্মানিতে গতকাল বুধবার থেকে নতুন করে লকডাউন কার্যকর হয়েছে।

দ্বিতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে করোনা। এতে ফের বিপাকে পড়েছে বিশ্ব। আর মহামারি মোকাবেলায় আবারও লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশ। এরইমধ্যে নেদারল্যান্ডস ও জার্মানিতে গতকাল বুধবার থেকে নতুন করে লকডাউন কার্যকর হয়েছে।

প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াও। বড়দিন উপলক্ষে ইতালিসহ বিভিন্ন দেশ কড়া সতর্কতার সিদ্ধান্ত নিয়েছে।

তাছাড়া, ফ্রান্সে ইতোমধ্যে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। কারফিউ অনুযায়ী রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। তবে বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর না থাকলেও নববর্ষের উৎসবে কার্যকর থাকবে। এছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকার নির্দেশ জারি থাকার কথা বলা হয়েছে দেশটিতে।

বড়দিন উপলক্ষে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি সরকার। দেশটিতে দ্বিতীয়বারের মতো এই কার্যকর হওয়া এই বিধিনিষেধ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ায় করোনার দ্বিতীয় ঢেউকে ‘জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট। প্রথমবারের মতো লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বুধবার দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে এমন কঠোর স্বাস্থ্যবিধির হুঁশিয়ারি দিয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন