দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো এদিন মোট ৬৪ লাখ ৬০ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৯৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি এদিন ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে আছে আমরা নেটওয়ার্কস। কোম্পানিটি এদিন ৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে আছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো : আমান কটন ফাইবার্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, আইএফআইসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং, মুন্নু সিরামিকস, এনসিসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসএস স্টিল, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আনন্দবাজার/এম.কে


