ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

শুরু হয়েছে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে এই আবেদন কার্যক্রম শুরু হয়।

https://gsa.teletalk.com.bd এই ওয়েবাইটের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হলে ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তিসংক্রান্ত যাবতীয় নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। যে কারণে ঢাকা মহানগরীর পাশাপাশি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পরিশোধ করা যাবে।

অনলাইন আবেদনের এই প্রক্রিয়ায় ২০২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সারা দেশে আবেদনের সময় আবেদনকারীদের জন্য প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা রয়েছে। প্রার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করার সুযোগ পাবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন