ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পাইকারিতে বৃদ্ধি পেয়েছে চালের দাম

দিনাজপুরে-পাইকারিতে-বৃদ্ধি-পেয়েছে-চালের-দাম

দিনাজপুরে বাজারে নতুন ধান উঠলেও পাইকারিতে বেড়েছে চালের মূল্য। হঠাৎ করেই পাইকারিতে বস্তা প্রতি সকল ধরনের চালের দাম দেড়শ থেকে দুইশ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে মূল্য বাড়াতে বিক্রেতারা দুষছেন চল কল মালিকদের।

জানা গেছে, সপ্তাহখানেক আগেও দিনাজপুরে আঠাশ চালের ৫০ কেজির বস্তার মূল্য ছিল ২৪শ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৬শ টাকায়। একইভাবে ১৯শ টাকা গুটি স্বর্ণা ২১শ টাকা, ২৩শ টাকা উনত্রিশ চাল ২৫শ টাকা, ২৬শ টাকার মিনিকেট ২৮শ টাকা, ২১শ টাকার সুমন স্বর্ণ ২৩শ টাকায় বিক্রি হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসেও হঠাৎ মূল্য বৃদ্ধি পেলে মিল গেটে চালের দাম বেঁধে দেওয়া হয়। মিনিকেট চালের ৫০ কেজি বস্তার দাম নির্ধারণ করা হয় ২৫শ ৭৫ টাকা ও আঠাশ চালের মূল্য ছিল ২২শ ৫০ টাকা। এরপর স্থির ছিলো চালের মূল্য। কিন্তু বাজারে নতুন ধান ওঠার পরে আবারও বৃদ্ধি পেয়েছে চালের মূল্য।

এদিকে বার বার লাগামহীন মূল্য বাড়ার জন্য চালকল মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে, মিল মালিকদের দাবি, বাজারে ধানের মূল্য অনেক বেশি তাই চালের দাম বেড়েছে।

দিনাজপুর চালকল মালিক সহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান, গেল বছরের চেয়ে চলতি বছর বস্তা প্রতি ৪০০-৫০০ টাকা বেশি। কৃষকদেরকে বাঁচাতে হবে। আর বর্তমানে বাজারে চালের মূল্য কমই আছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন