ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ ঘণ্টার অনশনে ভারতের কৃষক নেতারা

৯ ঘণ্টার অনশনে ভারতের কৃষক নেতারা

ভারতের বিক্ষোভরত কৃষক সংগঠনগুলোর নেতারা আজ সোমবার ৯ ঘণ্টার অনশনে বসছেন। আজ থেকে আন্দোলন আরও জোরদার হবে বলে গতকাল রবিবার জানিয়েছিলেন কৃষক নেতা গুরনাম সিং চাঁদুনি।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন চলবে। নেতারা যে যেখানে আছেন, সেখানেই অনশন হবে। বিক্ষোভ যেমন চলছে তেমনই চলবে। পাশাপাশি জেলায় জেলায় বিজেপির সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে।

এ ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গতকাল জানিয়েছিলেন, কৃষকদের পাশে দাঁড়াতে তিনি আজ সোমবার অনশন করবেন। আম আদমি পার্টির কর্মী-সমর্থকদেও অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‌ঔদ্ধত্য ছেড়ে কৃষকদের দাবি মেনে নিক বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন