শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা !

হাবিপ্রবি'র ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে আপলোডকৃত নোটিশ বোর্ডের শিরোনামে বিজয় দিবসের স্থলে স্বাধীনতা দিবস লেখা হয়েছে।নোটিশটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এছাড়াও সেখানে ‘গৃহীত’ শব্দের বানানও ভুল লেখা হয়েছে।

ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ওই স্ক্রিনশটটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন হাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হাবিবুর রহমান মুন্না নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ বলেন,বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আমি মনে করি তাদের কাজের প্রতি উদাসীনতা সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা তাদের কাছে কোনও প্রয়োজনে গেলে ব্যাপক হয়রানির শিকার হয়। যে কাজে তাদের নিয়োগ দেওয়া হয়েছে সে কাজ যথাযথভাবে পালন করলে শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। প্রশাসনের এ দিকে কোনো নজরদারি না থাকায় তাদের কাজের প্রতি শ্রদ্ধাবোধ এবং উদাসীনতা প্রকট আকার ধারণ করছে আর সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার।

মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এরকম ভুল হওয়াটা খুবই দুঃখজনক। ভুলকে ভুল না মনে করলে ভুল নিয়মে পরিণত হতে পারে।

তবে আহসান নিরব নামের এক শিক্ষার্থী বলেন, এটি নিছকই একটি ভুল মাত্র।এসব নিয়ে মাতামাতি না করে চলমান অন্যান্য সমস্যার উপর নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে আইটি সেল এর প্রোগ্রাম’স টিমের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোহাম্মদ রাশেদুল ইসলামের জানান,আমরা বিকেলেই ব্যাপারটি জানতে পেরেছি। আমি আপাতত ওয়েবসাইটের নোটিশটি ইনঅ্যাক্টিভ করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দেব।

আরও পড়ুনঃ  প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলো হাবিপ্রবি'র শিক্ষার্থীরা

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন