বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে নিয়ে বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান ২০২০ উপলক্ষে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সড়কে আয়োজিত মানববন্ধনে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, উপজেলা মহিলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সুপার সালে আহমেদ সেলিম, সহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলারা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

আনন্দবাজার/শাহী/অর্ণব

আরও পড়ুনঃ  শহীদ দিবস উপলক্ষে গবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদটি শেয়ার করুন