ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহবান জাতিসংঘের

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহবান জাতিসংঘের

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহবান জানিয়েছেন জাতিসংঘ। এ ব্যাপারে মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৩ দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ। এছাড়া ভোটদানে বিরত থাকে ২৫ দেশ। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে, আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

ওই প্রস্তাবে ইসরাইলকে কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করতে বলা হয়েছে। পাশাপাশি নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেলআবিবের প্রতি আহবান জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শনের আওতায় আনারও আহবান জানানো হয়েছে।

মনে করা হয় ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে। গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এসব অস্ত্র।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন