ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে বিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। আর সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছে ঢালিউড তারকা পরীমনি।
জানা গেছে, গত সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে পরীমনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি।
বর্তমানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন। এদিকে, করোনার কারণে স্থগিত থাকার পর তার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি অবশেষে মুক্তি পেয়েছে।
এ তালিকায় স্থান দেওয়া হয় এশিয়ান অঞ্চল থেকে ডিজিটাল দুনিয়ায় বছরজুড়ে দাপট দেখানো গায়ক, ব্যান্ড ও অভিনয় শিল্পীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে জোরাল উপস্থিতির মাধ্যমে তারা এই বৈশ্বিক করোনা মহামারিকালে সারা দুনিয়ার অনুরাগীদের বিভিন্নভাবে প্রেরণা জুগিয়েছেন।
আনন্দবাজার/এইচ এস কে

