বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যেই বিশ্বে করোনায় সংক্রমণ ৬ কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৫৭৫।
করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে মোট ১৫ লাখ ৬২ হাজার ৯৪৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯৩ হাজার ৩৯৮ জন। এবং সুস্থ হয়ে উঠেছেন ৯০ লাখ ৮৭ হাজার ৬৯ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩৫ হাজার ৯৭৫। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৩৯৮ জন। এবং সুস্থ হয়ে উঠেছেন ৯২ লাখ ১৪ হাজার ৮০৬ জন।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৭৫ হাজার ৯১৫। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৮ লাখ ৫৪ হাজার ৭০৯ জন।
ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ৩৯৪। মারা গেছেন ৬১ হাজার ২৪০ জন। এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন।
আনন্দবাজার/টি এস পি