ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আয় বাড়লেও কমেছে বিদেশি বিনিয়োগ

করোনাকালে প্রবাসীদের আয় বাড়লেও কমেছে বিদেশি বিনিয়োগ। চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ২শ’ ৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। গত বছরের নভেম্বরের তুলনায় ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি। যদিও পক্ষান্তরে কমেছে বিদেশি বিনিয়োগ।

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত ১ হাজার ৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময় ৭৭১ কোটি ডলার এসেছিল। এতে করে এ অর্থবছরের প্রথম পাঁচ মাসেই রেমিট্যান্স বেড়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ।

এদিকে বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৭২ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে।  আর ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ১০৪ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। এতে করে দেখা য়ায় গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ কম।

অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে শেয়ারবাজারে বিনিয়োগে খরা চলছে। এসময় দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপের মুনাফা কমেছে। কেউ কেউ বড় লোকসানের মুখেও পড়েছে। এমন অবস্থায় কেউ আর অন্য দেশে বিনিয়োগ করছে না। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থা কাটতে সময় লাগবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন