ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যু ক্যাম্পে মেসি মুখোমুখি হবে রোনালদো

আগামীকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও জুভেন্টাস। উয়েফা চ্যাম্পয়নস লিগের ম্যাচে লড়াইয়ে মাঠে নামবে দুই দল। মেসি ও রোনালদোর দলের এই লড়াইয়ে কোন দল জিতবে সেটাই এখন আলোচনার ঝড়।

স্পানিশ ক্রিয়া সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছেন, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মেসি মুখোমুখি হবে রোনালদো। অবশ্য প্রথম লেগে দেখা হয়নি দুজনের। কারণ এ সময় রোনালদো কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

এ ম্যাচটি বার্সেলোনা ২-০ গোলে জিতেছিল। প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করেছিলেন মোসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে রোনালদোর সামনে।

অবশ্য কাতালান-তুরিনের বুড়িরা আগেই শেষ ষোলোয় পৌঁছে গেছে। গ্রুপ ‘জি’তে বার্সা ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে।

ভালোই ছন্দে আছেন রোনালদো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে নিজের ৭৫০তম গোল (ক্লাব ও জাতীয় দল মিলে) পূরণ করেন তিনি। এদিকে তুরিনের ক্লাবটির বিপক্ষে গোল না পেলেও রোনালদোর দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।

অপরদিকে বার্সা তারকা উসমান ডেম্বেলে চোটে আক্রান্ত হওয়ায় নেই জুভেন্টাসের বিরুদ্ধে। লা লিগার চলতি মৌসুমে ভালো শুরু করেনি বার্সেলোনা। মেসির ফর্মও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আগামীকালের ম্যাচে কেমন কাটে সেটাই এখন দেখার।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন