করোনাসহনশীল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটি’র ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার কে সভাপতি ও ইউপি সচিব বোরহান উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সোমবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কুদরত পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নিরেশ চন্দ্র রদ, গোলাম হোসেন, আশিক নুর, মো. হাবিবুর রহমান, গুলনাহার, শিক্ষক সিন্দু ভূষন তালুকদার, সাফিজ উদ্দিন, নারীনেত্রী আয়শা সিদ্দিকা, সুফিয়া, সাজিনা, উজ্জীবক তাহমিনা বেগম, ইয়ুথ গোলাম হায়দার, আসাদ নুর, স্বাস্থ্য কর্মী গৌতম রায়, পিএফজি সদস্য খালেদা আক্তার, করোনা সহনশীলতা গ্রাম কমিটির সদস্য হামিদা, আনোয়ারা, ইউনিয়ন সমন্বয়কারী সাইফ উল্লাহ প্রমূখ।
কমিটির সদস্যরা হলেন, মোছাঃ জামিলা বেগম, মোছাঃ কল্পনা আক্তর, মোছাঃ কল্পনা আক্তর, আঃ রহমান, হাবিবুর রহমান, মো: নজির হোসেন, মোঃ ইমামুল হক, মোঃ গোলাম হোসেন, নিরেশ চন্দ্র দে, আনোয়ার হোসেন, মোঃ শহীদুল ইসলাম, আশেক নুর, সিন্দু ভূষন তালুকদার, সাফিজ উদ্দিন, গৌতম রায়, আয়শা সিদ্দিকা, তাহমিনা বেগম, হায়দার আলী প্রমূখ। কমিটি গঠন শেষে সভাপতি ঘোষণাপত্র পাঠ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করোনা বিষয়ে একটি কর্মসূচি হাতে নেওয়া হবে। এ কর্মসূচি বাস্থবায়ন করবে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটি।
আনন্দবাজার/শাহী/সাইফ