ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ইউরোপ আমেরিকা হতে চাই না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বললেছেন, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বে আমরা প্রশংসিত হয়েছি। আমাদের মৃত্যুর হারও অনেক কম। তবে আমরা ইউরোপ আমেরিকার মতো হতে চাই না। তাই সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আজ শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের নতুন ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনার সংক্রমণ, মৃত্যু ও আক্রান্তের হার কম। সুস্থতার হার বেশি। আর এ জন্যই জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, শীতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাচ্ছে। এসময় আমরা যদি সচেতন না থাকি তাহলে বিপদে পড়ে যাবো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন