শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জেমস বন্ডের প্রথম পিস্তলের দাম ২ কোটি টাকা!

নতুন মালিক খুঁজে পেয়েছে জেমস বন্ডের সেই ‘অরিজিনাল’ আগ্নেয়াস্ত্র। ১৯৬২ সালে জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ড. নো’তে বন্ডরূপী সদ্যপ্রয়াত অভিনেতা শন কনারির ব্যবহার করা সেই ওয়ালদার পিপি হ্যান্ডগানটি হলিউডের স্মারক বিক্রেতা জুলিয়েন’স অকশনস এক নিলামে ২ লাখ ৫৬ হাজার ডলার বা প্রায় ২ কোটি ১৭ লাখ টাকায় বিক্রি করেছে।

ঐতিহাসিক ওই আগ্নেয়াস্ত্র ছিল বেভারর্লি হিলস-ভিত্তিক ওই নিলামঘরের ৩ ডিসেম্বর আয়োজিত নিলামে জায়গা পাওয়া পাঁচ শতাধিক কস্টিউম, প্রপস ও হলিউড আর্টিফ্যাক্টসের মধ্যে শীর্ষ আইটেম।

জেমস বন্ড চরিত্রটির বড় পর্দায় অভিষেকের সেই চলচ্চিত্র জুড়ে এর নায়ক কনারিকে এই নায়কোচিত অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জুলিয়েন অকশনস।

                             ১৯৬২ সালে ‘ড. নো’তে শন কনারির হাতে সেই পিস্তল; পাশে অভিনেত্রী উরসুলা অ্যান্ড্রেস

অস্ত্রটির ক্রেতার নাম প্রকাশ করা না হলেও তিনি একজন আমেরিকান নাগরিক এবং জেমস বন্ডের পাগল-ভক্ত বলে জানানো হয়।

 

সূত্র : নিউয়র্ক পোস্ট

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ‘রূপান্তর’ নাটক নিয়ে এবার ফেঁসে যাচ্ছেন জোভানসহ ৬ জন

সংবাদটি শেয়ার করুন