করোনা মহামারির ধাক্কা সামলে উঠেছে চীনের অর্থনীতি। মহামারির মধ্যেও চীনা উৎপাদন খাতের চাঙ্গা ভাব তামার চাহিদা বাড়িয়েছে। এর বিপরীতে ব্যবহারিক ধাতুটির সরবরাহ রয়েছে সীমিত। এ ধারাবাহিকতায় দেশটির সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে আট বছরের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।
২০১২ সালের সেপ্টেম্বরের পর সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে এটাই তামার সর্বোচ্চ দাম। সর্বশেষ কার্যদিবসে সাংহাই এক্সচেঞ্জে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫৭ হাজার ৬৮০ ইউয়ান বা ৮ হাজার ৭৫৭ ডলার ৩১ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি।
এদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) নভেম্বরের শেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৭ হাজার ৬৭৪ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছিল। সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম কিছুটা বেড়ে টনপ্রতি ৭ হাজার ৬৭৯ ডলারে দাঁড়িয়েছে।
চলতি বছরের নভেম্বরে এলএমইতে তামার দামে ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। ২০১৬ সালের নভেম্বরের পর এটাই ব্যবহারিক ধাতুটির দামে সর্বোচ্চ উত্থান।
আনন্দবাজার/ইউএসএস