সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রাক্তন সদস্য শফিক খানের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ।
এ সভায় বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোতাহার হোসেন মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু প্রমুখ।
গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক সিনিয়র নির্বাহী পরিচালক এবং গণমুদ্রণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন শফিক খান। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের অকৃত্রিম সহযোদ্ধা হিসেবে কাজ করে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং ২ ডিসেম্বর ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
আনন্দবাজার/এম.কে/আ.র