ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, মৃত ১৮

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, মৃত ১৮

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি কয়লা খনিতে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

গতকাল শুক্রবার বিকেলের দিকে চঙকিং শহরের দিয়াশুইডং কয়লা খনিতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই কয়লা খনিটিতে কার্বন মনোক্সাইড গ্যাসের ভয়াবহ তীব্রতায় শ্রমিকরা প্রাণ হারান। দমকল কর্মীরা ওই খনিটিতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। অভিযানে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা খনিটি ঘিরে রেখেছে। তদন্তের স্বার্থে দুই মাসের বেশি সময়ের জন্য খনিটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন