শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১ বিলিয়ন আয়ের পথে ‘জোকার’, তবুও হবে না সিক্যুয়েল

গোথাম শহরের ব্যর্থ কমেডিয়ান আর্থার ফ্লেকের গল্প নিয়ে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘জোকার’ আন্তর্জাতিকভাবে একের পর এক আলোড়ন সৃষ্টি করেই তুলছে। গত ০৪ অক্সেটোবর মুক্তির পর থেকে বক্স অফিসে বিশ্বব্যাপী সিনেমাটির এই অবধি আয় ছাড়িয়েছে ৯০০ মিলিয়ন। যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি বলছে বক্স অফিস বিশেষজ্ঞরা।

সিনেমাটির এমন জমজমাট সফলতার পরও সিনেমাটির সিক্যুয়েলে কাজ করতে আগ্রহী নন সিনেমার নায়ক জোয়াকিন ফিনিক্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, আর্থার ফ্লেক চরিত্রে তাকে আর দেখা যাবে না। কারণ এক চরিত্র পরপর করার পক্ষে নন তিনি।

 

টোড ফিলিপসের পরিচালনায় অসাধারণ এই সিনেমাটি লিখেছেন পরিচালক এবং স্কট সিলভার। জোকার ছবির প্রধান জোকার চরিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। এছাড়া পার্শ্বচরিত্রে আরও অভিনয় করেছেন রবার্ট দে নিরো, জেজি বিটজ এবং ফ্রান্সেস কনরয়।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিলামে মাইলসের গিটার

সংবাদটি শেয়ার করুন