ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ায় সবচেয়ে কম পারিশ্রমিক পায় বাংলাদেশী শ্রমিকরা

এশিয়ায় সবচেয়ে কম পারিশ্রমিক পায় বাংলাদেশী শ্রমিকরা

এশিয়ার মধ্যে সবচেয়ে কম মজুরি পায় বাংলাদেশী শ্রমিকরা। আইএলও’র প্রতিবেদনের তথ্য অনুসারে , বাংলাদেশের সর্বনিম্ন এ মজুরি আন্তর্জাতিক দারিদ্রসীমার সবচেয়ে নিচের স্তরের চেয়েও অনেক কম।

আইএলও গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২০-২১ এ করোনার প্রেক্ষাপটে গেল চার বছরে বিশ্বের ১৩৬টি দেশের মজুরি হারের গতিপ্রকৃতি তুলে ধরা হয়েছে। আইএলও জানায়, করোনার আঘাত হানার আগে থেকেই বিশ্বব্যাপী শ্রমিকরা অনেক কম মজুরি পেয়ে আসছিলেন। ২০২০ সালের প্রথম ছয় মাসে মজুরি বৃদ্ধি পেয়েছে বা কমেছে আগের চেয়ে অনেক কম হারে। করোনার প্রভাবে বিশ্বব্যাপী মজুরি আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইএলও।

আগের ৪ বছরের মজুরি হার বিশ্লেষণে দেখা যায়, বৈশ্বিক প্রকৃত মজুরি ১.৬-২.২ শতাংশে ওঠানামা করেছে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ ও পশ্চিম ইউরোপে অনেক শ্লথ গতিতে বাড়লেও এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে অনেক দ্রুতগতিতে।

তবে ২০১৯ সালে ক্রয়ক্ষমতা অনুসারে বৈশ্বিক গড় ন্যূনতম মজুরি ছিল ৪৮৬ ডলার। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ন্যূনতম মজুরি গড় ৩৮১ ডলার। এর মধ্যে সবচেয়ে কম মজুরি হার বাংলাদেশে মাত্র ৪৮ ডলার। এ অঞ্চলে সবচেয়ে বেশি ন্যূনতম মজুরি অস্ট্রেলিয়ায় ২ হাজার ১৬৬ ডলার।

ক্রয়ক্ষমতা বিবেচনায়, দারিদ্র্যসীমার সবচেয়ে নিচের স্তরটি হচ্ছে ১ দশমিক ৯ ডলার। এর ওপরের স্তর ৩.২ ডলার এবং সবার ওপরেরটি ৫.৫ ডলার। এ পর্যালোচনায় আইএলও দেখিয়েছে যে, এশিয়া প্যাসিফিকে বাংলাদেশই একমাত্র দেশ, যাদের ন্যূনতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিম্নস্তর পর্যন্তও পৌঁছাতে পারেনি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন