ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবর্ষ উপলক্ষে সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচ

মুজিবর্ষ উপলক্ষে সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচ

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩ ডিসেম্বর বিকাল ৪ টায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলা শেষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ ওমেদুল হাসান সরকার, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলিমুল বাশার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মানবসমস্যা পত্রিকার বার্তা সম্পাদক সাহাবাজ উদ্দীন সবুজ, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখা সহ সভাপতি শফিউর রহমান বাবু, সুজা, সায়েম প্রমুখ।

আনন্দবাজার/শাহী/মনন

সংবাদটি শেয়ার করুন