ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা

জাতীয়-চলচ্চিত্র-পুরস্কার-২০১৯-ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। এটি দেশের চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার। জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

ওই গেজেটে যৌথভাবে আজীবন সমাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান দুই অভিনেতা-অভিনেত্রী সোহেল রানা এবং কোহিনুর আক্তার সুচন্দা। খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ‘আবার বসন্ত’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর ‘ন ডরাই’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

সরকার ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে। ওই বোর্ডের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করে। আর এর ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

বিস্তারিত আসছে…..

সংবাদটি শেয়ার করুন