ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ চাষে লাভবান হবেন কৃষকরা

পেঁয়াজ-চাষে-লাভবান-হবেন-কৃষকরা

 মানিকগঞ্জে পেঁয়াজ চাষে দেরি হলেও আবহাওয়া ভালো থাকায় লাভবান হওয়ার আশা চাষিদের। ফলে উপজেলার বিস্তীর্ণ জমিতে পেঁয়াজ আবাদে ব্যস্ত সব কৃষকরা। চলতি বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় আবাদ পিছিয়েছে প্রায় ১ মাস। তবে কিছুটা দেরি হলেও, আবহাওয়া ভালো থাকায় চলতি বছর পেঁয়াজের ব্যাপক ফলনের আশা করছেন চাষিরা।

মানিকগঞ্জে চলতি বছর প্রায় ৫ হাজার ৯৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে ২ হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বাকি জমিতেও চলছে পেঁয়াজ আবাদের কাজ।

তবে বিঘা প্রতি জমিতে পেয়াঁজ চাষে খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা। ফলন হতে পারে বিঘা প্রতি ৪০-৪৫ মণ। আবহাওয়া ভালো থাকলে অনেক লাভবান হবেন পেঁয়াজ চাষিরা। কৃষকরাবলেন, গেল বছরের তুলনায় চলতি পেঁয়াজ আবাদে খরচ বৃদ্ধি পেয়েছে। তবে পেঁয়াজের চাষ করার পর যদি ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা।

এদিকে, বন্যার কারণে পেঁয়াজের চাষ পেছালেও, কৃষকদের সমস্যা হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন