জ্বালানি তেলের ব্যাপক চাহিদা থাকায় বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক হিসেবে পরিচিত পূর্ব এশিয়ার দেশ চীন। তবে চলতি বছরের অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি আগের মাসের তুলনায় প্রায় ৫ শতাংশ কমে গেছে। জ্বালানি খাতের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অয়েলএক্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে চীনে প্রতিদিন গড়ে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের মাসের চেয়ে ৪ দশমিক ৮৮ শতাংশ কম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় আমদানি ৫ লাখ ৬০ হাজার ব্যারেলের বেশি কমেছে।
তবে আগের মাসের তুলনায় প্রায় ৫ শতাংশ কমলেও গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে চীনে জ্বালানি তেল আমদানিতে ৩ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।
আনন্দবাজার/ইউএসএস