দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছেড়ে দিচ্ছেন গানের জগত। তবে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ১৯৭০ দশকে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন এই গায়ক। তারপর শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট গান।
জানা গেছে, গেল সেপ্টেম্বরে সংগীত ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার জানালেন নতুন খবর- চলতি বছর আগামী ৩১ ডিসেম্বর গান ছাড়ছেন তিনি। দেশীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে আর কোনো গান করবেন না, উঠবেন না মঞ্চেও। তার ছেলে হাবিব ওয়াহিদের সাথে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসন্ন ১০ ডিসেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়ার পরই এ ঘোষণা দেবেন তিনি।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেরদৌস ওয়াহিদ জানান, আজকের ফেরদৌস ওয়াহিদ হতে পেরেছি শুধু ভক্তদের জন্য। তবে ভক্তদের নিরাশ করব না। আমার ১৫টি বিখ্যাত গান নতুন করে তৈরি করেছে হাবিব। প্রতি মাসে একটি করে প্রকাশ করার পরিকল্পনা আছে।
জানা গেছে, বিগত কয়েকমাস ধরে নিজ এলাকা বিক্রমপুরে অবস্থান করছেন ফেরদৌস ওয়াহিদ। সেখান মাছ চাষ এবং কৃষিকাজে মন দিয়েছেন তিনি। নিজেদের জন্য চাষ করে সময় কাটাচ্ছেন এ সংগীতশিল্পী।
আনন্দবাজার/এইচ এস কে