ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন ২১৫ কোটি টাকা

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে।

শেয়ার বাজার দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে। এর মাঝে দাম বৃদ্ধি পেয়েছে ১২টির ও কমেছে ২টির আর অপরিবর্তিত আছে দশমিক ৫৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন