ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন জো বাইডেন

অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবেন বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করে নাগরিকত্ব দেবেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে এ ব্যাপারে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেন বাইডেন। তিনি জানান, ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু করবেন তিনি।

জো বাইডেন বলেন, শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনও অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।

এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাইডেন। বাইডেন বলেন, যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও গ্রিন কার্ড পাবেন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন