ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিম ঐকতানের প্রথম বিজনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টিম ঐকতানের ‘হাউ টু ডেভেলপ বিজনেস আইডিয়া’ শীর্ষক প্রথম বিজনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৬ঃ৩০ থেকে ৮ঃ৩০ পর্যন্ত দুই ঘন্টাব্যাপী অনলাইন প্লাটফর্ম গুগল মিটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টিম ঐকতানের কানিজ ফাতেমা সুরমা এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্পনার এর সিইও ক্যারিয়ার কোচ নজর ই জিলানী।

নারী স্বনির্ভরতা, কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট, স্টুডেন্ট লাইফের হ্যাকসসহ ক্যারিয়ার ও বিজনেস রিলেটেড গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তিনি।

এসময় টিম ১২টি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন নির্বাচিত নারী শিক্ষার্থী, টিম ঐকতান এর সদস্যরা সংযুক্ত ছিলেন৷

উল্লেখ্য, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন করে নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা হ্রাস করে সমাজের সামগ্রিক শাস্তি প্রতিষ্ঠায় কাজ করছে টিম ঐকতান। উদ্যোগটির সার্বিক সহযোগিতায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)। ইউএন উইমেনের অর্থায়নে ও উইমেন পিস ক্যাফে জাককানইবির উদ্যোগে প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

আনন্দবাজার/শাহী/সৈকত

সংবাদটি শেয়ার করুন