ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে দুই দিন ব্যাপী হরিজন সম্প্রদায়ের কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসের বাস্তবায়নে দুই দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হরিজন সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নিমিত্তে সচেতনতামূলক কর্মসালার সমাপ্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আইসিটি অফিসার সানজিদ শিশির, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় হরিজন সম্প্রদায়গন সমাজে সর্ব ক্ষেত্রে অবাধ বিচরণ এবং তাদের শ্রেণী পেশায় চাকুরীর অগ্রাধিকার দেওয়ার দাবি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন বলে জানান।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন