ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণের চার কোটি টাকা আত্মসাতের মামলায় চার আসামির জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট। অর্থপাচার মামলায় ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্টসহ চার আসামির জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেল এ সংক্রান্ত রুল দেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ১০ দিনের মধ্যে তাদের জামিন কেন বাতিল করা হবে না জানতে চেয়েছে আদালত।
উল্লেখ্য, চার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ১০ জুলাই রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কর্যালয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলা চলতি বছরের ১৮ আগস্ট চার জন ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ফারমার্স ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় এবং টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার বিরুদ্ধে অর্থপাচারের সরাসরি অভিযোগ থাকায় তারা জামিন পেতে পারেন না।
ভার্চুয়াল কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
আনন্দবাজার/ইউএসএস